
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কারো ব্যক্তিগত স্ট্যাটাস কিংবা ব্যবসায়িক পেজের পোস্টে লাইক বাড়ানো এখন অনেকের কাছেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ফেসবুক ও ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা জানিয়েছেন, পোস্টের ধরন ও সময় সঠিকভাবে মেনে চললেই সহজে বাড়তে পারে লাইক।
কোন ধরণের পোস্টে লাইক বাড়ে?
ছবি ও ভিডিও যুক্ত পোস্ট: গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র লেখা পোস্টের তুলনায় ছবি বা ভিডিও যুক্ত কনটেন্ট প্রায় দ্বিগুণ বেশি লাইক পায়।
ছোট ও আকর্ষণীয় ক্যাপশন: হাবস্পটের এক জরিপ অনুযায়ী, ৪০–৮০ অক্ষরের সংক্ষিপ্ত ক্যাপশন বেশি ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে।
ইমোজি ব্যবহার: সিম্পল ইমোজি ব্যবহার করলে পাঠকের সঙ্গে আবেগী সংযোগ তৈরি হয়, ফলে লাইক সংখ্যা বাড়ে।
সময় নির্বাচনও জরুরি
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম Buffer-এর বিশ্লেষণে বলা হয়েছে, দুপুর ১টা থেকে ৩টার মধ্যে করা পোস্টে লাইক বেশি আসে। আর বৃহস্পতিবার ও শুক্রবারের পোস্টে তুলনামূলকভাবে বেশি এঙ্গেজমেন্ট দেখা যায়।
ইউজার ইন্টারঅ্যাকশনই মূল চাবিকাঠি
বিশেষজ্ঞরা বলেন, শুধুমাত্র কনটেন্ট নয়, বরং পোস্টে করা কমেন্টের জবাব দেওয়া, প্রশ্ন ছুড়ে দেওয়া এবং ব্যবহারকারীদের মতামত জানতে চাওয়াও লাইক ও শেয়ার বাড়াতে সাহায্য করে।